নার্সিং কলেজগুলোয় অস্থিরতা, সারা দেশে চলছে শাটডাউন

নার্সিং কলেজ শিক্ষার্থীদের শহীদ মিনারে জমায়েত
নার্সিং কলেজ শিক্ষার্থীদের শহীদ মিনারে জমায়েত  © টিডিসি ফটো

সারাদেশে নার্সিং কলেজগুলোতে চলছে একধরনের অস্থিরতা। একদিকে চলছে স্নাতক সমমানের বিএসসি ইন নার্সিং কোর্সের ক্লাসে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন। অন্যদিকে এইচএসসি পাস করার পর সম্পন্নকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি—এই দুটি কোর্সকে ডিগ্রির সমমানের দাবি নিয়ে চলছে আন্দোলন। 

রবিবার (৪ মে) ঢাকার কয়েকটি নার্সিং কলেজের শিক্ষার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান। 

স্নাতক সমমানের বিএসসি ইন নার্সিং কোর্সের ক্লাস নেওয়া হচ্ছে ডিপ্লোমা নার্সদের দিয়ে। এ অবস্থায় নার্সিং কলেজগুলোতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিসমূহ হলো: ১. এসএসসি পাস করা ডিপ্লোমা নার্সদের নিজস্ব কর্মস্থলে ফিরিয়ে নিয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের  নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে। ২. গ্র্যাজুয়েট নার্সদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার পাথ ও অর্গানোগ্রাম তৈরি করে দেশ ও দেশের বাইরে দক্ষ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। ৩. গ্র্যাজুয়েট নার্সদের জন্য প্রথম শ্রেণির পদ সৃষ্টি ও সরাসরি নিয়োগ দিতে হবে। ৪. ২০১৬ সালের নার্সিং নিয়োগ বিধি ও জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করতে হবে।

এ কমপ্লিট শাটডাউন নিয়ে বারডেম নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ২৯ এপ্রিল থেকে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আমরা চাই কর্তৃপক্ষ আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিক। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। কারণ এটি শুধু আমাদের অধিকার আদায়ের লড়াই নয় বরং দেশের নার্সিং পেশাকে উন্নত ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার আন্দোলন।’

এদিকে ডিগ্রি সমমানের দাবি জানিয়ে মিটফোর্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফূল ইসলাম রাফি বলেন, আমরা চাই এইচএসসি পাসের পর সম্পন্নকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রির সমমান প্রদান করা হোক।

তিনি আরও বলেন, ২০ ও ২১ এপ্রিল আমরা নার্সিং পেশার যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করি। পরবর্তীতে ২১ এপ্রিল বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কার্যালয়ে গেলে আমাদের ওপর অতর্কিতভাবে পুলিশ দিয়ে হামলা চালানো হয়। যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। এরপর ২৮ এপ্রিল আমাদের সচিবালয়ে ডাকা হয়। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আমাদের উত্থাপিত বিষয়গুলো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ এবং বাস্তবায়নে সময় প্রয়োজন।

শিক্ষার্থীরা জানান, আমরা এসএসসি পাসের পর তিন বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করি, যার অংশ হিসেবে ইন্টার্নশিপও করি। এই কোর্সকে শুধু এইচএসসি সমমানের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো এই কোর্সে আমরা যে ধরনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করি তা ডিগ্রি পর্যায়ের। তাই আমরা এটিকে ডিগ্রি সমমানের স্বীকৃতি চাই। আমরা আমাদের দাবিগুলো একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত শুধু মৌখিক আশ্বাস ছাড়া কোনো লিখিত প্রজ্ঞাপন বা কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence