১৬ বছর এক পদে থেকে অবশেষে সহযোগী অধ্যাপক হলেন ডা. সায়ন্ত

ডা. শাখাওয়াত হোসাইন সায়ন্ত
ডা. শাখাওয়াত হোসাইন সায়ন্ত  © সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের শিক্ষক ডা. শাখাওয়াত হোসাইন সায়ন্ত। বিধিমালা অনুযায়ী ২০১৩ সালে সহযোগী অধ্যাপক পদ পাওয়ার কথা থাকলেও ফ্যাসিবাদের সমালোচনা করার কারণে তাকে পদোন্নতি দেয়া হয়নি দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। আজ রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডা. সায়ন্ত এমন দাবি করেন। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শুকরিয়া! সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছি। ২০০৮ সালে বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করি। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ২০১২ বা ২০১৩ সালে সহযোগী অধ্যাপক পদ পাওয়ার কথা ছিল। কিন্তু ফ্যাসিবাদের সমালোচক হওয়াতে আমাকে পদোন্নতি না দিয়ে একই পদে ষোল বছরের বেশি সময় আটকে রাখা হয়।’

তিনি আরো বলেন, ‌‘শুধু তাই নয়, আমাকে একবার চাকরিচ্যুত ও একবার সাময়িক বরখাস্ত সহ নানাবিধ হয়রানী চালাতে থাকে। দেরিতে হলেও আজ সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছি এবং প্রাপ্য তারিখ ১ জুলাই ২০১৩ থেকেই তা কার্যকর হবে। আলহামদুলিল্লাহ। ফ্যাসিবাদের পতনে যারা ভূমিকা রেখেছেন তাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। কৃতজ্ঞতা জানাই বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ যারা আমার এই অধিকার ফিরে পেতে সাহায্য করেছেন তাদের সবাইকে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence