বিএসএমএমইউতে ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনি’ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

বিএসএমএমইউ
বিএসএমএমইউ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু বিভাগে ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’–এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউ’র শিশু রিউম্যাটোলজি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই-২০২৩ সেশনে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ নিম্নে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।’

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে শিশু বিষয়ে এমডি/এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।

কোর্স ফি: ১০,০০০/- টাকা।

শর্তাবলী:

কোর্সটি সার্বক্ষনিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষনিক ভাবে শিশু ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে।

কোর্স ফি ১০,০০০/- (দশ হাজার টাকা)। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

কোর্স শুরুর সময় শিশু ডিভিশনের একাউন্টে Caution Money হিসেবে ১০,০০০/- (দশ হাজার টাকা) জমা দিতে হবে।

আবেদন পত্রের ফরম সংগ্রহের তারিখ: ফরম ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা প্রদান করে ০১-০৪-২০২৩ তারিখ হতে অফিস চলাকালীন সময়ে রুম নং-২০৭, ব্লক-সি, ২য় তলা থেকে ফরম সংগ্রহ করা যাবে।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩।


সর্বশেষ সংবাদ