নতুন পূর্ণাঙ্গ কমিটি পেল তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরাম
- তা'মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের সাংবাদিকদের সংগঠন ‘তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরাম’-এর ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির অফিসিয়াল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির বিষয় জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান জীবন এবং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসাইন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন অফিস সম্পাদক হিসেবে রায়হান উদ্দীন, আইটি সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল গালিব, অর্থ সম্পাদক হিসেবে শামসুল আরেফিন, প্রচার সম্পাদক হিসেবে আশিকুর রহমান, প্রকাশনা সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল ফয়সাল এবং সাহিত্য সম্পাদক হিসেবে তানজিম হোসাইন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন দিপু, নাফিস আবরার ও বেলাল হোসেন।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, তারা আগামী এক বছর ক্যাম্পাসের যেকোনো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাদাকে সাদা ও কালোকে কালো বলা, সাংবাদিকতার প্রকৃত নির্যাস চর্চা, শিক্ষার্থীদের আস্থা ও ভরসার জায়গা হওয়া এবং যেকোনো সত্য মতামত জাতীয় পর্যায়ে তুলে ধরার কাজ করবে।
তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরামের ২০২৩ সেশনের সাবেক জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ আল নাঈম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামনের দিনগুলোতে তা’মীরুল মিল্লাত থেকে গণমাধ্যমে প্রবেশকারী শিক্ষানবিস লেখক ভাইয়েরা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবে। এ কাজে তারা অনেক বেশি সাহসী হয়ে উঠুক এবং সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও আশাস্থল হয়ে উঠুক প্রিয় সাংবাদিক ফোরামটিও।
তিনি আরও বলেন, স্বচ্ছ, জবাবদিহি ও নিরপেক্ষতাকে সঙ্গী করে ক্যাম্পাসে যেকোনো ধরনের অসংগতিপূর্ণ সামাজিক ও রাজনৈতিক চর্চার বিরুদ্ধে দাঁড়িয়ে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব সুস্থধারার পরিবেশ বজায় রাখতে শিক্ষানবিস সাংবাদিক ভাইয়েরা অগ্রণী ভূমিকা রাখবে।
অন্যদিকে ক্যাম্পাসে ইতিবাচক চিন্তাধারা ও কর্মকাণ্ড প্রচারের মাধ্যমে ক্যাম্পাসকে সুন্দর ও গতিশীল ধারায় প্রবাহিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিক ফোরামটি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।