স্বতন্ত্র প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল টঙ্গী তামীরুল মিল্লাত মাদ্রাসা
- তামীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:৫১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২১ PM
টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখার শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি ১১ কোটি টাকায় নিজ নামে জমি কিনেছে। একই সঙ্গে বহু প্রতীক্ষার পর স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী’ নামে সরকারি স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি এ স্বীকৃতি মেলে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ক্যাম্পাসে ক্লাস ক্যাপ্টেনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠানটির দক্ষিণ পাশে বালিকা শাখার সঙ্গে অবস্থিত জমিটিতে দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছ থেকে ভাড়া নিয়ে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা হতো। অবশেষে ১১ কোটি টাকায় মাদ্রাসার নামে কিনে দলিল নিবন্ধন সম্পন্ন হয়েছে।
জমিটির গুরুত্ব প্রসঙ্গে উপাধ্যক্ষ বলেন, এখানে থাকা রাস্তার পাশে দোকানঘরগুলো থেকে ইতোমধ্যে প্রায় ১২ লাখ টাকা ভাড়া পাওয়া গেছে, যা প্রতিষ্ঠানের স্বনির্ভরতা বাড়াবে। তিনি জানান, এই জমি ভবিষ্যতে বালিকা শাখার অ্যাকাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে।
আরো পড়ুন: মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় মধ্যপ্রাচ্যভিত্তিক এনজিওর সহায়তা চান প্রধান উপদেষ্টা
মিজানুর রহমান বলেন, মাদ্রাসার যে জমিগুলোর মালিকানা এতদিন ছিল, সেগুলোর দলিলে ‘মিরহাজীর বাগ শাখা’ লেখা ছিল। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব জমি ও দলিল এখন টঙ্গী শাখার নামে হস্তান্তরিত হয়েছে।
সরকারি এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মুখে থাকা সত্ত্বেও এই বছর আমরা নতুন বাংলাদেশে ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী’ নামেই সরকারি স্বীকৃতি পেয়েছি। এটি আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের অর্জন।