এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর তথ্য পাঠানোর সময় বাড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৫ PM

মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনসহ আসবাবপত্র সরবরাহের জন্য তথ্য চেয়েছে মাদ্রাসা অধিদপ্তর। এসব সুবিধা গ্রহণ করতে এমপিওভুক্ত মাদ্রাসাগুলোকে তথ্য পাঠাতে সময় বাড়িয়েছে অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন (সিডিএমই) স্কিম-এর আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, আইসিটি ল্যাব স্থাপন, ভোকেশনাল কোর্স চালুকরণ, আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন, আসবাবপত্র এবং শিখন ও ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে।
আরও পড়ুন: মাদ্রাসার ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন সংশোধনের সময় বাড়ল
এ লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচনের জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার নিমিত্ত উপরোক্ত সূত্র মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়েছিল যার সর্বশেষ সময়সীমা ছিল ১২ এপ্রিল ২০২৫।
নোটিশে আরও বলা হয়, যে সকল প্রতিষ্ঠান ১২ এপ্রিল মধ্যে লিংকের মাধ্যমে তথ্য প্রেরণ করেনি, সে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানগণ User ID ও Password ব্যবহার করে এই লিংকে http://94.250.203.1974300/mims প্রবেশ করে স্ব স্ব মাদ্রাসার তথ্য প্রদান করবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রেরণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার নিকট প্রেরণকৃত User ID ও Password ব্যবহার করে প্রতিষ্ঠানসমূহের তথ্য যাচাই-বাছাইপূর্বক Approve করে সফটওয়্যারের লিংকের মাধ্যমে আগামী ২৭ এপ্রিলের মধ্যে Send করবেন।