একনেক অনুমোদিত উন্নয়ন প্রকল্প থেকে বাদ ২০৫ মাদ্রাসা

  © লোগো

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদিত ‘নির্বাচিত মাদ্রাসাসমূহ উন্নয়ন প্রকল্প’র তালিকা ২০৫টি মাদ্রাসা বাদ দেয়ার অভিযোগ উঠেছে। অনুমোদন পাওয়ার পরও বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাদ্রাসাগুলোর সাথে সংশ্লিষ্টরা।  তালিকাভুক্ত হওয়ার পর সয়েল টেস্ট ও সাইট প্ল্যান করেও কয়েক কোটি টাকা ইতোমধ্যে ব্যয় করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

জানা গেছে, দেশের মাদারাসগুলোর অবকাঠামোগত উন্নয়নে ছয় হাজার কোটি টাকার ‘নির্বাচিত মাদ্রাসাসমূহ উন্নয়ন প্রকল্প’ হাতে নেয় সরকার। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০টি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করা হয়। নির্বাচন করা হয় মাদ্রাসা। কিন্তু অনুমোদিত ২০৫টি মাদ্রাসার নাম বাদ দেয়া হয়েছে প্রকল্পের তালিকা থেকে। 

তালিকা থেকে বাদ পড়া ২০৫টি মাদ্রাসা: ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট মাদ্রাসা, মধুপুর এম রফিক আলিম মাদরাসা, দিনাজপুর জেলার কাজীপাড়া দাখিল মাদরাসা, মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদরাসা, রানিগঞ্জ দাখিল মাদরাসা, দিনাজপুর বালিকা আলিম মাদরাসা, ভাবনীপুর ইসলামিয়া কমিল মাদরাসা, যশাইবালিকা দাখিল মাদরাসা, তেতুলিয়া দাখিল মাদরাসা, নীলফামারী জেলার ডিমলা দাখিল মাদরাসা, কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসা, কাজিরহাট পন্থাপাড়া দাখিল মাদরাসা, হারোয়া শিমুলবাড়ী দারুল উলুম আলিম মাদরাসা, রনচণ্ডি সামসুল উলুম আলিম মাদরাসা, দেলোয়ার হোসেন চৌধুরী দা. উ. দাখিল মাদরাসা, লালমনিরহাট জেলার উত্তর গোতামারী দাখিল মাদরাসা, গোতামারীহাট দাখিল মাদরাসা, বুড়িমারী স্থলবন্দর দাখিল মাদরাসা, মুন্সিরহাট দাখিল ও হাফিজিয়া মাদরাসা, দহগ্রাম বঙ্গেরবাড়ি দাখিল মাদরাসা, কাকিনাহাট মোস্তফাবিয়া ফাজিল মাদরাসা, চিলাখানা দাখিল মাদরাসা, পাইকান কুঠি আলহাজ্ব তমেরিয়া দাখিল মাদরাসা, রংপুর জেলার দামোদরপুর আনোয়ারুল উলুম আলিম মাদরাসা, হরকিল বহুমুখী ফাজিল মাদরাসা. উত্তর খলেয়া হাজীপাড়া দাখিল মাদরাসা, মির্জাপুর কাদেরিয়া ফাজিল মাদরাসা, কুড়িগ্রাম জেলার আদর্শ এতিমখানা দ্বিমুখী আলিম মাদরাসা, *পাঁচপীর কেরামতিয়া আলিম মাদরাসা, আপুয়ারখাতা নেছারিয়া আলিম মাদরাসা, কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর আলিম মাদরাসা, গাইবান্ধা জেলার ইমামগঞ্জ ফাজিল মাদরাসা, ভুড়ারঘাট এম ইউ আলিম মাদরাসা, ধুমাইটারী সিদ্দিকিয়া ফাযিল মাদরাসা, রহমান পুর এ বি ভি এইচ দাখিল মাদরাসা, বোয়ালী দারুল উলুম দ্বিমুখী সিনিয়র ফাজিল মাদরাসা, রামজীবন ইসলামিয়া দাখিল মাদরাসা, ঠুটিয়া পুকুর আলহাজ্ব একরাম উদ্দিন দাখিল মাদরাসা, বোনারপাড়া সিনিয়র মাদরাসা, বগুড়া জেলার নান্দুরা ফাজিল ডিগ্রী মাদরাসা, কুড়াহার ইসলামিয়া আলিম মাদরাসা, দেবখন্ড ছিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা, উনাহত সিংড়া ছিদ্দিকীয়া আলিম মাদরাসা, কোল স্বরদীপুর আলিম মাদরাসা, বগুড়া জেলার ডো্মন পুকুর আমিনিয়া কামিল মাদরাসা, শুভপাড়া দারুল উলুম ফাজিল মাদরাসা, মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, বনভেটি সুলতান আরেফিয়া দাখিল মাদরাসা, আতাইল ফাজিল মাদরাসা, চাপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর চাটাইডুবি আলিম মাদরাসা, নওগাঁ জেলার ভরট্ট কাঠেরডাঙ্গা দাখিল মাদরাসা, রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদরাসা, ভেটি সিদ্দিকিয়া কামিল মাদরাসা, রাজশাহী জেলার মোশরা ইসলামিয়া দাখিল মাদরাসা, গোদাগাড়ি দাখিল মাদরাসা, বড়বিহানালী দাখিল মাদরাসা, যাত্রগাছি দাখিল মাদরাসা, কোনা বাড়িয়া দাখিল মাদরাসা, বাউসা হেদাদীপাড়া দাখিল মাদরাসা, নাটোর জেলার ইসলামপুর দাখিল মাদরাসা, সিরাজগঞ্জ জেলার নাটুয়ারপাড়া দাখিল মাদরাসা, খসরাজবাড়ী দাখিল মাদরাসা, ভুরভুরিয়া হফেজিয়া মাদরাসা, গটিয়া হাফেজিয়া মাদরাসা, মোয়াজ্জেম হোসেন দাখিল মাদরাসা, সলঙ্গা ফাযিল ডিগ্রি মাদরাসা, পাবনা জেলার দেবোত্তর দাখিল মারাসা, মুলাডুলি ইসলামিয়া আলিম মাদরাসা, ত্বাহা ইসলামিয়া ফযিল মাদরাসা, মালিগাছা এম দাখিল মাদরাসা, কুষ্ঠিয়া জেলার ভেড়ামাড়া আলিম মাদরাসা, মোদাম্মাদী ইসলামিয়া দাখিল মাদরাসা, বাঁশগ্রাম কামিল মাদরাসা, চাঁদট এমবি মদিনাতুল উলূম ফাযিল মাদরাসা, আমাবাড়িয়া দাখিল মাদরাসা, গোপোগ্রাম ফাযিল মাদরাসা, রসুলপুর দাখিল মাদরাসা, চক শাদীপুর আলিম মাদরাসা, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আলিম মারাসা, জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসা, ঝিনাইদহ জেলার আসান নগর এবিসিডি আলিম মাদরাসা, যশোর জেলার গোবিন্দপুর তেঘরি আর্দশ মহিলা আলিম মাদরাসা, মাগুরা জেলার শ্রীপুর সম্মিলিত হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, মদনপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, নড়াইল জেলার বড়নাল দাখিল মাদরাসা, বাগেরহাট জেলার রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাযিল মাদরাসা, বড় রাজাপুর সালহিয়া দাখিল মাদরাসা, খোন্তাকাটা মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, ধানসাগর ইসলামিয়া দাখিল মাদরাসা, খুলনা জেলার নূল আনিয়া বহুমুকী মাদরাসা, আমতলা দাখিল মাদরাসা, জামিরাবাজার পিপরাইল ফাযিল মাদরাসা, চাঁদখালী সুলতানিয়া দাখিল মাদরাসা, খুলনা জেলার বঙ্গবন্ধু দাখিল মাদরাসা, বরগুনা জেলার বরগুনা দাখিল উলুম কামিল মাদরাসা, খাকবুনিয়া ফাযিল মাদরাসা, চাওরা নেছারিয়া সিনিয়র দাখিল মাদরাসা, রাহানপুর আলিম মাদরাসা,কাঠালতলী দাখিল মাদরাসা, হাড়িটানা ছোলেহিয়া দাখিল মাদরাসা, বমনা সদর আর রশিদ ফাযিল মাদরাসা, পটুয়াখালী জেলার বামনা সদর আল রশিদ ফাজিল মাদরাসা, আব্দুল হাই বালিকা মাদরাসা, তিতকাটা ডি এস আলিম মাদরাসা, ডাকুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, পূর্ব নলুয়াবাগী দাখিল মাদরাসা, মধ্য পাতবুনিয়া গাজীয়া দাখিল মাদরাসা, মধ্য বগুড়া নূরীয়া দাখিল মাদরাসা, খলিষাখালী নেছারিয়া দাখিল মাদরাসা, ভোলা জেলার ইসলামিয়া দাখিল মাদরাসা, লালমোহন ইসলামিয়া কমিল মাদরাসা, চরগঙ্গাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, দক্ষিণ লালমোহন দাখিল মাদরাসা, কর্তারহাট আলিমিয়া দাখিল মাদরাসা, বরিশাল জেলার সনুহার দাখিল মাদরাসা, পূর্ব চাঁদপুর আহমদিয়া বহুমুখী ফাযিল মাদরাসা, সারুখালী আলিম মাদরাসা, টাঙ্গাইল জেলার খন্দকার মাহবুবিয়া ইয়াদ দাখিল মাদরাসা, খাসবিয়ারা দাখিল মাদরাসা, ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদরাসা, হাদিরা ইসলামিয়া দাখিল মাদরাসা, সিংগুরিয়া দাখিল মাদরাসা, হামিদপুর ডিগ্রী ফাযিল মাদরাসা, শহরগৌপিনপুর ডিগ্রী ফাযিল মাদরাসা, ফুলমালীরচালা ফজরগঞ্জ দাখিল মাদরাসা, লোকেরপাড়া ডিগ্রী ফাযিল মাদরাসা, হুগড়া বেগুনটাল দাখিল মাদরাসা, ফতেপুর আহম্মদিয়া দাখিল মাদরাসা, হাতিলা ইসলামিয়া দাখিল মাদরাসা, জামালপুর জেলার দক্ষিণ চিনাডুলী দাখিল মাদরাসা, জারুলতলা দাখিল মাদরাসা, পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, কান্দারচর ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, ময়মনসিংহ জেলার কমলপুর হেলারিয়া দাখিল মাদরাসা, পাগুলী আলিম মাদরাসা, কাকুরা ফাযিল মাদরাসা, পুমবাইল ফাযিল মাদরাসা, চুরখাই ইসলামিয়া সিনিয়র মাদরাসা, বিডিবাড়ী অলিম মাদরাসা, বীর কমাটখালি দাখিল মাদরাসা, চকমতি ফাযিল মাদরাসা, মিশ্রিপুর রহমানিয়া দাখিল মাদরাসা, জাহাঙ্গীরপুর আলিম মাদরাসা, নেত্রকোনা জেলার ঞিলপুল ফুযুল দাখিল মাদরাসা, ফাতিমাতুয যাহরা (র.) মহিলা মাদরাসা, আমতলা মাদরাসা, খালুয়া দাখিল মাদরাসা, মানিকগঞ্জ জেলার জান্না সাইপাড়া দাখিল মাদরাসা, ফাতেমা নবাব দারুল উলুম মাদরাসা, উচুটিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা।  

বাদ পড়া তালিকায় আরও রয়েছে, গুলবাগ হাফিজিয়া মাদরাসা, খিলগাও বাগিচা হাফিজিয়া মাদরাসা, দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় মাদরাসা, মাদরাসা ফাইজুল উলুম, টঙ্গী ইসলামিয়া মাদরাসা, গাজীপর জেলার গাজীপুর ফাযিল মাদরাসা, উত্তর খামের দাখিল মাদরাসা, রাউহকোনা ফাযিল মাদরাসা, চাঁদপুর এমদাদুল উলুম আলিম মাদরাসা, বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, একডালা আউলিয়া বালিকা দাখিল মাদরাসা, মোক্তারপুর দারুল উলুম মাদরাসা, নরসিংদী জেলার রাধাগঞ্জ বাজার মাদরাসা, আলগী হোসেনিয়া মাদরাসা, আদিয়াবাদ দক্ষিণপাড়া মাদরাসা, রাজবাড়ী জেলার হলুদবাড়ীয়া দাখিল মাদরাসা, রুপিয়াট ইয়াছিনিয়া দাখিল মাদরাসা, সংগ্রামপুর দাখিল মাদরাসা, চরকুলটিয়া সিদ্দিকিয়া মাদরাসা, ফরিদপুর জেলার চৌকিঘাট ইসলামিয়া দাখিল মাদরাসা, মাদারীপুর জেলার উতরাইল মহিলা মাদরাসা, পূর্বখাস ফকিরকান্দি রহমানিয়া মাদরাসা, মাহিউস সুন্নাহ ইসলামিয়া দখিল মাদরাসা, সুনামগঞ্জ জেলার দীঘিরপাড় দাখিল মাদরাসা, সিলেট জেলার শেখ ফজিলাতুন্নেসা ফাযিল মাদরাসা, বরইকান্দি ইসলামিয়া আলিম মাদরাসা, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসা, বাহ্মণবাড়ীয়া জেলার সৈয়দ আব্দুল আজিজ (বুড়াপীর রহ.) সুন্নিয়া মাদরাসা, মহেশপুর দারুল আরকাম ইসলামিয়া দাখিল মাদরাসা, কুমিল্লা জেলার নূরমানিকচড় দাখিল মাদরাসা, ময়নামতি দারুস সুন্নাত আলিম মাদরাসা, হারং সিনিয়র আলিম মাদরাসা, ঢালুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, চাঁদপুর জেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদরাসা,মাছিমপুর সিনিয়র ফাযিল মাদরাসা, গল্লাক দারুস সুন্নাত দাখিল মাদরাসা, কামতা ডি এস দাখিল মাদরাসা, ফেনী জেলার মুহাম্মাদীয়া আদর্শ নুরানী তালিমুল কুরআন ও হাফেজীয়া মাদরাসা, গজারিয়া দরবেশ আজিজুল হক ইসলামিয়া মাদরাসা, পরশুরাম ইসলামিয়া দাখিল মাদরাসা, শালধর ফাযিল মাদরাসা, ছাড়াইতকান্দি হোসেনিয়া মাদরাসা, সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসা, নোয়াখালী জেলার তৈয়বা জামেয়া ইসলামিয়া মাদরাসা, পিতাস্বরপুর মৌলভী রফিক উল্যাহ দাখিল মাদরাসা, পূর্ব চরপার্বতী মদিনাতুল উলুম মাদরাসা, হাতিয়া দারুল উলুম কামিল মাদরাসা, লক্ষ্মীপুরের সায়েন্তানগর ইসলাম মিশন দাখিল মাদরাসা, বিরাহিমপুর দাখিল মাদরাসা, চট্টগাম জেলার বগাচতর নূরীয়া গনিউল আলম ইসলামিয়া মাদরাসা, সীতাকুণ্ডু আলিয়া মাদরাসা, মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদরাসা, উত্তর গুজরা বায়তুল উলুম দাখিল মাদরাসা. পোমরা জামিউল উলুম ফাযিল মাদরাসা, বেঙ্গুরা সিনিয়র মাদরাসা, কক্সবাজার উম্মাহাতুল মোমনি মহিলা দাখিল মাদরাসা, কাহারবিল আনোয়ারুল উলুমফাযিল মাদরাসা, হযরত ফাতেমা (রা.) বালিকা আলিম মাদরাসা, পালাকাটা দাখিল মাদরাসা, রাজাখীল বি এম আই ফাযিল মাদরাসা, ফাসিয়াখালী ইসলামিয়া ফাযিল মাদরাসা, পার্বত্য বান্দরবান জেলার বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসা।       


সর্বশেষ সংবাদ