রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের এমপিও শিট নিয়ে যা বলছে মাদ্রাসা অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১১:৩১ AM

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। তবে তিনটি অঞ্চলের (রাজশাহী, রংপুর ও সিলেট) এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের শিক্ষক-কর্মচারীরা।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘সার্ভার জটিলতার কারণে গতকাল মঙ্গলবার রাজশাহী, রংপুর এবং সিলেট অঞ্চলের এমিও শিট ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হয়নি। আমরা কাজ করছি। আজ বুধবার দুপুরের মধ্যে এই তিন অঞ্চলের এমপিও শিট ওয়েবসাইটে আপলোড করা হবে।’
এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা অধিদপ্তর জানায়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২৫ মার্চের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
এমপিওর স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৩০২ তারিখ ২৫-০৩-২০২৫ খ্রিষ্টাব্দ।