ইবতেদায়ি প্রধানদের নিয়োগ কমিটির হাতে দিয়ে পরিপত্র জারি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ  © ফাইল ফটো

মাদ্রাসার ইবতেদায়ি প্রধান পদের নিয়োগ হবে সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটির মাধ্যমে। এ বিষয়ে নিবন্ধন সনদধারীরা ইবতেদায়ি মৌলভি পদে ৮ বছরের অভিজ্ঞতা ছাড়াই ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ পাবেন।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত পরিপত্রটি বৃহস্পতিবার (২২ জুন) প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

পরিপত্রে বলা হয়, বেসরকারি মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি প্রধান নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিবর্তিত থাকবে। তবে, যেসব প্রাথী ইতোমধ্যে এ পদে এনটিআরসিএর সনদ লাভ করেছেন, তাদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি এ পদে যথাযথ প্রক্রিয়া নিয়োগ কার্যক্রম চালাবেন। 


সর্বশেষ সংবাদ