নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন আনিসুল হক

  © সংগৃহীত

এ বছর ‘অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার’ পেলেন কথাশিল্পী আনিসুল হক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় সুধীজন পাঠাগার ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও পুরস্কারের এক লাখ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক অধ্যাপক এস এম জাবেদ আহমদ।

পুরস্কার গ্রহণ করে আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘সুধীজন পাঠাগার দেশের বৃহৎ বেসরকারি পাঠাগার। এমন সুন্দর পাঠাগার কোথাও দেখিনি।’ তিনি বলেন, ‘এই পাঠাগারে বই পৌঁছে দেন, পাঠক সৃষ্টি করেন এবং পাঠকের হৃদয়কে আলোকিত করেন। এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। 

শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘বেশি করে বই পড়বে। বেশি করে খেলাধুলা করবে। আর বেশি করে সংস্কৃতির চর্চা করবে। আমাদের রেজাল্ট ভালো লাগবে। শুধু রেজাল্ট ভালো দিয়ে হয় না। এর বাইরে সংস্কৃতির চর্চা করতে হয় এবং প্রচুর বই পড়তে হয়।’

অনুষ্ঠানের প্রধান অতিথি জাবেদ আহমদ বলেন, ‘জীবনে বড় হওয়া খুব কষ্টকর। জীবনে বড় কিছু হতে হলে অনেক কষ্ট করতে হবে। তোমরা যদি ওই কষ্ট করতে পারো, তাহলে জীবন তোমাদের অনেক কিছু দেবে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে বৃত্তি ও পুরস্কার পেয়েছ, এটা তোমাদের জীবনে শুরু। এটাকে ধরে রাখতে হবে। এটাকে ধরে রেখেই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

একই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান এবং অভিভাবকদের ক্রেস্ট ও বই প্রদান করা হয়। পাঠাগারের পরিচালক কাসেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক সদস্য আক্তারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনু সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সহকারী পরিচালক ফাহমিদা সনি।


সর্বশেষ সংবাদ