ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে মো. সরোয়ার আহমেদ তালুকদার (২৮) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাঁধঘাটসংলগ্ন টেঙ্গাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (২৭ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।
জানা গেছে, সরোয়ার সদর উপজেলার টাউনকালিপুর ইউনিয়নের টেঙ্গাতলা এলাকার আলতাফ তালুকদারের ছেলে। তিনি কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার জানায়, দুপুরের খাবার শেষে সরোয়ার ফুফুর বাড়ি থেকে ফিরে নিজ ঘরে ঘুমাতে যান। সন্ধ্যা ৭টার দিকে চাচাতো বোন মাহিনুর তাকে অনেকবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের খবর দেন। পরে সরোয়ারের চাচা ইউনুস তালুকদার দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
নিহতের ফুপাতো বোন লুৎফা বেগম বলেন, ঘটনার পরে ঘরে ঢুকে মাঝখানের দরজা ও দুটো জানালা নিচের দিকে ভাঙা দেখতে পেয়েছি আমরা। সমানের দরজাও সামান্য ধাক্কাতেই খুলে গেছে। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি শুনে পটুয়াখালী জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সরোয়ারের ঝুলন্ত মরদেহের অবস্থা সন্দেহজনক মনে হচ্ছে। আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটা এখন বলা যাবে না। তদন্তের বিষয়, তদন্ত শেষে জানাতে পারব। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।