ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৫

কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপে থাকা ৫ যাত্রী নিহত
কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপে থাকা ৫ যাত্রী নিহত  © টিডিসি ফটো

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপে থাকা ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্মাণশ্রমিক বহনকারী একটি পিকআপ ফেনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।  

স্থানীয়রা গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence