ইসকন নিষিদ্ধ হবে কি না, জানালেন প্রেস সচিব

শফিকুল ইসলাম
শফিকুল ইসলাম  © সংগৃহীত

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। এই প্রসঙ্গে ভারতের গণমাধ্যম সিএনএন-নিউজ১৮ এর কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম বিস্তারিত তুলে ধরেছেন।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার পরবর্তী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করা হবে কি না, এই প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের। 

শফিকুল ইসলাম দৃঢ়তার সাথে বলেন, 'আমি মামলার বিচারের বিষয়ে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না।'

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ হাইকোর্ট দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে বলেন, 'বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। একটি স্বার্থান্বেষী মহল সহিংসতার বিষয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।  বাস্তবে কী ঘটছে, তা পর্যবেক্ষণ করতে আপনাদের (বিদেশি সাংবাদিকদের) বাংলাদেশ সফরে আসতে অনুরোধ করছি।  

তিনি উল্লেখ করেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তার সমর্থকরা বিক্ষোভ শুরু করে। ফলশ্রুতিতে বাংলাদেশে প্রথম কয়েকদিন কিছু সহিংসতার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আশ্বস্ত করে বলেন, 'বাংলাদেশ সরকার চিন্ময় কৃষ্ণ দাসের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

চট্টগ্রামের উত্তেজনাকর পরিস্থিতির কথা স্বীকার করে তিনি বলেন, 'সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টা মন্দির পরিদর্শন করেছেন এবং স্থানীয় হিন্দু নেতাদের সাথে কথা বলে তাদের উদ্বেগের সমাধানের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছেন।'

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলেন, 'ভারত যেটিকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন সে বিষয়ে মন্তব্য করা নয়াদিল্লির পক্ষে অযৌক্তিক। এ বিষয়ে ভারত সরকারের বিবৃতি দেওয়া উচিত হয়নি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা ভারতে যা ঘটে তা নিয়ে কখনই মন্তব্য করি না।'

প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence