অনলাইন ব্যাংকিংয়ের যুগে প্রবেশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৮ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৮ PM
অনলাইন ব্যাংকিংয়ের যুগে প্রবেশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। শিক্ষার্থীরা এবার থেকে তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধের সুবিধা পেতে যাচ্ছে। বুধবার (৬ নভেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোনালী ব্যাংক পিএলসির সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে।
আনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এই অনলাইন ফি আদায়ের বিষয়টি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অর্জন উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি তাদের অনেক কষ্ট কমাবে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে এমন একটি ব্যবস্থা করতে পেরে গর্বিত।
এসময় তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে দ্রুত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার তাগিদ দেন, যাতে শিক্ষার্থীরা দ্রুত এই সেবা পান।
চুক্তির ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে তাদের ফি পরিশোধ করতে পারবেন। এর জন্য শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওয়েবসাইটে লগইন করে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফি জমা দেয়া সম্ভব হবে। যেকোনো ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে এই সেবা গ্রহণ করা যাবে।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানে গুরুত্ব সহকারে কাজ শুরু করি এবং আজকের এই চুক্তি তারই ফল। এখন থেকে শিক্ষার্থীরা সব ধরনের ফি অনলাইনে দিতে পারবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মুছা খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।