যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই গণহারে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু হয়েছে। গত কয়েকদিনে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ)। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভারতীয়। বাংলাদেশ, চীন, নেপাল এবং দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরাও রয়েছে এই তালিকায়।

এআইএলএ’র প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫০ শতাংশই ভারতীয়, ১৪ শতাংশ চীনা এবং বাকি অংশে রয়েছে বাংলাদেশি, নেপালি ও দক্ষিণ কোরীয় শিক্ষার্থীরা। হঠাৎ এই সিদ্ধান্তে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভিসা বাতিলের এই কাজটি করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিভাগ। গত চার মাস ধরে তারা বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অভিযোগ রয়েছে, এই পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে, যার ফলে নিরপরাধ অনেক শিক্ষার্থী ভুলভাবে টার্গেট হচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ নেই।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে অনুষ্ঠিত বিক্ষোভের সঙ্গেও এই শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মার্চে বলেন, তারা এখন ‘ধরা এবং বাতিল’ (catch and cancel) নীতিতে কাজ করছেন। এই নীতির আওতায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা হচ্ছে তারা ইহুদিবিদ্বেষী কোনো বক্তব্য দিয়েছেন কি না অথবা হামাসের মতো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করছেন কি না।

যাদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ৫০ শতাংশেরই ভিসা ছিল এফ-১ ক্যাটাগরির, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে পড়ালেখার পাশাপাশি ১২ মাস বা তার বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এখন ভিসা বাতিল হওয়ায় সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

ভিসা বাতিলের ঘটনায় সবচেয়ে বেশি শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে।

এই পদক্ষেপে আন্তর্জাতিক শিক্ষার্থী মহলে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ উচ্চশিক্ষার জন্য দেশটিকে বেছে নেওয়া শিক্ষার্থীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence