মোবাইল উদ্ধার হলেও হদিস নেই কলেজ ছাত্র আসাদের

মোবাইল উদ্ধার হলেও হদিস নেই কলেজ ছাত্র আসাদের
মোবাইল উদ্ধার হলেও হদিস নেই কলেজ ছাত্র আসাদের  © ফাইল ছবি

দুই মাস ধরে নিখোঁজ ভোলার লালমোহনের এক কলেজ ছাত্র। ভোলা সরকারি কলেজ ছাত্রাবাস থেকে গত ২৯ মার্চ আসাদুর রহমান নামের এক শিক্ষার্থীর বের হওয়ার পর তার আর কোন হদিস পাচ্ছে না পরিবার। এ নিয়ে ভোলা সদর থানায় সাধারণ ডায়েরী করা হলেও গত দুই মাসেও কোন সন্ধান পাওয়া যায়নি ওই ছাত্রের।

আসাদের বাড়ি লালমোহন চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে। পিতা মো. ইউসুফ হারুনের দুই সন্তানের মধ্যে ছোট আসাদ। ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে ওই কলেজেরই শাহবাজ খান ছাত্রাবাস ১১০ নং কক্ষে থাকতেন তিনি। 

ছাত্রাবাসে থাকা অবস্থায় ২৯ মার্চ বিকেলে কাউকে কিছু না বলে নিজের পড়নের কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়। পরে তার খোঁজ না পাওয়ায় ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. রিয়াজ উদ্দিনসহ খোঁজাখুজি করা হয়। তবুও কোথাও পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাসায়ও খোঁজ করা হয়েছে। কোথাও আসাদকে পাওয়া যায়নি।

আসাদের বাবা ইউসুফ হারুন জানান, ভোলা থানায় সাধারণ ডায়েরী করার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি ট্র্যাকিং করে চট্টগ্রামের কুলশী থানা এলাকায় এক গার্মেন্টস কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির কাছে মোবাইল ফোনটি আসাদ বিক্রি করেছে বলে তিনি জানায়।

আসাদের বাবা চট্টগ্রাম গিয়ে কুলশি থানা পুলিশের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। তবে আসাদের কোন সন্ধান দিতে পারেনি তিনি। পুলিশের পক্ষ থেকেও মোবাইল ফোন উদ্ধার করা হলেও ওই সূত্র ধরে আসাদের কোন খোঁজ নিতে পারেনি।

এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ভোলা থানার এসআই আলী আকবর জানান, অভিযোগকারী সাইবার ক্রাইমে অভিযোগটি নিয়েছে। সাইবার ক্রাইমে এ বিষয়ে কোন তথ্য পাচ্ছে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence