নবজাতককে নিয়ে এইচএসসি পরীক্ষা দিলেন মা

ইউএনওর সাথে নবজাতক এবং তার মা রাজিয়া সুলতানা
ইউএনওর সাথে নবজাতক এবং তার মা রাজিয়া সুলতানা  © সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলায় ৩২ দিনের শিশুকে নিয়ে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক মা। 

ওই পরীক্ষার্থীর নাম রাজিয়া সুলতানা। তিনি সুজানগর মহিলা ডিগ্রি কলেজের মানবিক শাখার ছাত্রী।

রোববার (৬ নভেম্বর) বিকেলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে নবজাতককে নিয়ে উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে হাজির হন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ ব্যবস্থায় তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। 

নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আলমগীর হোসেন বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে কলেজের আলাদা একটি কক্ষে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা বরা হয়েছে। নকল বাদে রাজিয়া যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য পরীক্ষার শেষদিন পর্যন্ত তাকে আমরা এ সুযোগ দিব।’ 

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১১টায় ওই কেন্দ্রে গিয়ে দেখি, একটি মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। জনাতে চাইলে তিনি বলেন, বাচ্চার মা পরীক্ষা দিচ্ছে। ওই সময় শিশুটি কাঁদছিল। আমি মহিলাকে ডেকে নিয়ে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে পরীক্ষা হলের পাশের রুমে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা করে দেই। যতবার বাচ্চার প্রয়োজন ততবার তার মা যেন তাকে দুধ পান করাতে পারেন।’ 

তিনি আরও বলেন, ‘বিষয়টি জেনে খুব ভালো লেগেছে। একটা মেয়ে পড়াশোনা করতে গিয়ে তার বিয়ে হয়েছে। বছর ঘুরে কোলে সন্তানও এসেছে। এই অবস্থায় সচরাচর কেউ পড়াশোনা চালিয়ে যেতে পারে না। কিন্তু রাজিয়া পেরেছে। তার ইচ্ছা ও মনোবল দেখে খুশি হয়েছি। আশা করছি, রাজিয়া শেষ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং ভালো ফল বয়ে আনবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence