২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬০০ ছুঁইছুঁই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ১৯ জুন ২০২২, ০৬:৩৪ PM
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ৭ দশমিক ৩৮ শতাংশ হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ৪৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।