স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন প্রস্তাব ‘নাকচ’ স্বাস্থ্যমন্ত্রীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৯:১৩ PM , আপডেট: ১৪ জুন ২০২১, ০৯:৩৫ PM
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ও সম্ভব হলে কমপ্লিট লকডাউনসহ ১২ সুপারিশ নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর বিসিপিএস কার্যালয়ে এক অনুষ্ঠানে লকডাউন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ কথা জানান।
আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, সম্ভব হলে দিতে হবে কমপ্লিট লকডাউন
আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের, এ বিষয়ে চিন্তাভাবনা নেই। তবে স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন বিসিএস-মেডিকেলসহ সব পরীক্ষা বন্ধের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে দেশে ফের লকডাউন, আসন্ন বইমেলা স্থগিত, এক দিন ঈদের ছুটিসহ ১২ দফা সুপারিশ করা হয়।
আরও পড়ুন পরীক্ষা পেছানো নিয়ে ভাবছে না পিএসসি