চীনে নতুন ভাইরাসের সন্ধান, ছড়ায় করোনার মতোই: গবেষণা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
করোনাভাইরাসের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো আরেকটি করোনাভাইরাসের সন্ধান পেয়েছে চীন। গুয়াংঝু ল্যাবে করা গবেষণায় নতুন এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এই ভাইরাসও কোভিডের মতো বাদুর থেকেই মানবদেহে ছড়ায়। তবে এখনই এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চাইনা মর্নিং পোস্টে’র দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ চীনের উহান শহরের গবেষণাগারে একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন করোনাভাইরাসের মতোই আরেক ভাইরাস, যার নাম ‘এইচকেইউ৫ কোভ-২’। হংকংয়ে বাদুরের মধ্যে খুঁজে পাওয়া ‘এইচকেইউ৫’ ভাইরাসের গোত্রীয় নতুন এই করোনাভাইরাস।
নতুন এ ভাইরাস সম্পর্কে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলের গবেষণায় বলা হয়, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি বাদুড়ের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে আমেরিকা উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।
গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।
২০১৯ সালের শেষ দিকে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে বিশ্বের ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।
এবার সেই ভাইরাসের মতোই আরেকটি ভাইরাস শনাক্ত হলো। এই ভাইরাসের খবর প্রকাশিত হতে না হতেই শেয়ারবাজারে বেড়েছে করোনার কিছু টিকার শেয়ারের দাম। শুক্রবার শেয়ারবাজারের এই তথ্য জানা যায়।