২৪ ঘণ্টায় ৭০৮ জনের করোনা পজিটিভ, শনাক্তের হার ১৩.৬১ শতাংশ

করোনাভাইরাস
করোনাভাইরাস  © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। আর নতুন করে এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৭০৮ জনের দেহে। আজ এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ৭০৮ জন নতুন রোগী শনাক্ত হয়। আর ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৮টি। শনাক্তের হার ১৩.৬১ শতাংশ বলেও জানায় তারা। যা আগের দিন ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এখন ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৬৮৭ জন। এ নিয়ে এ পর্যন্ত  মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ । এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছিল।


সর্বশেষ সংবাদ