আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করল সরকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  © ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধের বিচার কার্যক্রমে গতি আনতে এবং বিদ্যমান ট্রাইব্যুনালের ওপর চাপ কমাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (৮ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন ‘দল হিসেবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইবুনাল-২ গঠিত হচ্ছে।’


সর্বশেষ সংবাদ