সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ

আনসার উদ্দিন খান পাঠান
আনসার উদ্দিন খান পাঠান  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর) হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে আনসার উদ্দিন খান পাঠানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তিনি যদি কোনো পেশা, ব্যবসা বা সরকার/বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তা পরিত্যাগ করতে হবে।

এর আগে, আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) পদ থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশ বিভাগে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলাগুলোর তদন্ত করে থাকে তদন্ত সংস্থা। সংস্থাটির শীর্ষ দায়িত্বে থাকেন সমন্বয়ক, যিনি তদন্ত কার্যক্রমের তদারকিসহ সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। আইনে এই পদটিকে “নীতিগতভাবে দায়ী” ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তদন্ত সংস্থার সমন্বয়ক পদটি শূন্য ছিল। এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্থাটি পুনর্গঠন করা হয় এবং সমন্বয়ক হিসেবে নিয়োগ পান পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল হক। তবে নিয়োগের পাঁচ মাসের মধ্যেই, ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। পরবর্তীকালে প্রক্রিয়াগত ভুল সংশোধনে ১৯ মার্চ নতুন প্রজ্ঞাপন জারি করা হলে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলে যোগ দেন।

মাজহারুল হক পদত্যাগের পর থেকেই সমন্বয়ক পদটি শূন্য ছিল। এ সময়ের মধ্যে তদন্ত সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আনসার উদ্দিন খান পাঠানের নিয়োগের মাধ্যমে আবারও সক্রিয় হতে যাচ্ছে যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত কার্যক্রম, বিশেষ করে ২০২৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর তদন্তের গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence