নতুন দল নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ PM

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা নতুন করে আরও দুই মাস বাড়ানো হয়েছ। ২০টি নতুন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দলের নিবন্ধনের জন্য আজ রবিবার (২০ এপ্রিল) ছিল আবেদনের শেষ সময়।
আখতার আহমেদ বলেন, ইসির গণবিজ্ঞপ্তি জারির পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে আজ। এর মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন মেয়াদে নিবন্ধনের এই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে। তারই পরিপ্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে আগ্রহীদের আবেদন আহ্বান করলে আজ পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান ইসি সচিব।
জানা যায়, আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে দলটি।