আওয়ামী সমর্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

আফরোজ পারভীন সিলভিয়া
আফরোজ পারভীন সিলভিয়া  © ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক অফিস আদেশে এই নিয়োগ বাতিল করা হয়।

এর আগে গতকালই আইন ও বিচার বিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক প্রজ্ঞাপনে আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভীন সিলভিয়ারর ক্ষেত্রে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ফেসবুক পোস্টে লেখেন, এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে? 

এর পরিপ্রেক্ষিতে গতকালই আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ