পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে: প্রেস সচিব

শফিকুল আলম
শফিকুল আলম  © সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার আগামী সপ্তাহে নতুন একটি আইন পাস করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

শফিকুল আলম বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে নতুন একটা আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী সপ্তাহে নতুন আইনটি পাস হবে। পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সরকার ৩০টিরও বেশি আন্তর্জাতিক ‘ল’ ফার্মের সঙ্গে চুক্তি করছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার হওয়া টাকা কীভাবে ফেরত আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। এটির নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।  টাস্কফোর্স পাচারের অর্থ ফেরাতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারেই ৫০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স।’  

টাকা ফেরত আনার বিষয়ে আজ একটি বৈঠক হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘টাকা ফেরত আনার প্রচেষ্টা কতদূর এগোল, সেটার ওপর আজ একটা বড় মিটিং হয়। মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। সেই মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে।‘  

তিনি আরও বলেন, ‘প্রচুর ‘ল‘ ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ‘ল‘ ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করতে এ আইনটা সাহায্য করবে। ২০০টা ‘ল’ ফার্মের সঙ্গে আমরা অলরেডি কথা বলেছি। তবে এখনো সিলেকশন হয়নি। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। ৩০টার মতো ‘ল’ ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্টে যাব। সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে।‘


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence