পল্লী বিদ্যুৎ সমিতির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৬৩

পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা ২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে
পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা ২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে  © সংগৃহীত

এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির ‘সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)’ পদের। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৬৩ প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রাজধানী উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে সঙ্গে আনতে হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে ক্লিক করে।

 


সর্বশেষ সংবাদ