বন্যার্তদের পাশে অধ্যক্ষ পরিষদ-কলেজ শিক্ষক সমিতি 

বন্যার্তদের সহযোগিতা করতে রওনা হচ্ছেন বাকশিস-বিপিসির সদস্যরা
বন্যার্তদের সহযোগিতা করতে রওনা হচ্ছেন বাকশিস-বিপিসির সদস্যরা  © সংগৃহীত

বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষকরাও। বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) ও কলেজ শিক্ষক সমিতির (বাকসিস) পক্ষ থেকে গতকাল সোমবার (২৭ আগস্ট) নোয়াখালীর সেনবাগ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান, বাকসিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতারা নৌকা যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। 

মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান। 

তিনি বলেন, বন্যার্তদের পাশে ছাত্র-জনতার পাশাপাশি শিক্ষকরাও দাঁড়িয়েছেন। বিপিসি ও বাকশিসের পক্ষ থেকে সোমবার নোয়াখালীর সেনবাগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দিয়ে আসা হয়েছে। সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। 


সর্বশেষ সংবাদ