কানাডা থেকে বাংলাদেশের সমর্থকদের যে বার্তা দিলেন শমিত

শমিত সোম
শমিত সোম   © সংগৃহীত

কেবলই মাঠে নামার অপেক্ষা! তবে এমন প্রতীক্ষার প্রহরে শমিত সোমও বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই যেন বোঝাতে চেয়েছেন এই মিডফিল্ডার।

বৃহস্পতিবার (৮ মে) বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিও বার্তায় দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শমিতের ভাষ্য, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে, গেল ৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন শমিত। এছাড়া গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্রও পেয়েছিলেন। ৫ মে বাংলাদেশের পাসপোর্টও পেয়ে গিয়েছিলেন। স্বল্প সময়ের মধ্যে সবকিছু পেয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। 

শমিতের মতে, ‘যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।’

বাংলাদেশি বংশোদ্ভূত শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার । দেশটির প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন শমিত।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে শমিতের। এর আগে, ৪ বা ৫ জুন ঢাকায় পা রাখতে পারেন এই মিডফিল্ডার। একইদিনে ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!