এবার ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায় ক্লপ

ইয়ুর্গেন ক্লপ
ইয়ুর্গেন ক্লপ   © সংগৃহীত

প্রায় তিন সপ্তাহ ধরেই কোচবিহীন ব্রাজিল। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত না। তবে সম্ভাব্য দুটি নাম প্রায় পাকাপোক্ত। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে জর্জ জেসুস। সেটাও আবার যদি-কিন্তুর সমীকরণে কার্লো আনচেলত্তিকে পাওয়া-না পাওয়ায়। এমন দোদুল্যমান পরিস্থিতিতে নতুন করে সেলেসাওদের কোচ হওয়ার আলোচনায় লিভারপুলের সাবেক কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপ।

ইংলিশ জায়ান্টদের দায়িত্ব ছাড়ার পর সহজেই কোনো দলের দায়িত্ব না নেওয়ার বিষয়ে নিজের অভিমত জানিয়েছিলেন, জার্মান এই মাস্টারমাইন্ড। তবে সম্প্রতি তার এক মন্তব্যের পর বোঝা যাচ্ছে, নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসছেন। সূত্রের বরাতে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’ জানিয়েছে, ‘ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার বিষয় নিশ্চিত হলেই ক্লপ রেড বুলের দায়িত্ব ছাড়বেন বলে নিশ্চয়তা দিয়েছেন।’

প্রায় ৯ বছরের সম্পর্ক ছেড়ে গেল বছরের জানুয়ারিতে লিভারপুল ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। এরই মাঝে ফুটবলের নতুন ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে দায়িত্ব নেন জার্মান এই টেকটিশিয়ান। এর অধীনে জার্মানির আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলসসহ বেশ কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠান আছে। তাদের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই কাজ করছেন ক্লপ।

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ইউওএল’ বলছে, মাঠের বাইরের এই দায়িত্ব সেভাবে উপভোগ করছেন না ক্লপ। প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, ‘যখন সিবিএফ (কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল) জাতীয় দলের নতুন কোচের জন্য কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসের মতো বড় নামের পেছনে ছুটছে, একই মুহূর্তে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর পদ ছাড়ার বিষয়ে ক্লপের আগ্রহ বাড়ছে। এখন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ দরিভাল জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে কী ভাবছে? যেখানে ক্লপের কাছের মানুষরা সম্প্রতি জানিয়েছে– তিনি রেড বুল ছাড়তে পারেন, যদি তার যেকোনো একটি গন্তব্য মেলে: ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ!’

এদিকে সেলেসাওদের মূল লক্ষ্য আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি আনচেলত্তির। এর আগে, এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে পাওয়া বেশ কঠিন। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ে সেই সম্ভাবনার দুয়ার নতুন করে খুলেছে। আনচেলত্তিকে নিয়ে অনিশ্চয়তার মাঝে আল-হিলাল কোচ জেসুসের দিকেও নজর রাখছে ব্রাজিল। তবে আনচেলত্তির আশাও ছাড়ছে তারা। সবমিলিয়ে সেলেসাওদের ড্রাগআউটে কাকে দেখা যাবে, তা সময়ই বলে দেবে!


সর্বশেষ সংবাদ