আর্জেন্টিনার বিপক্ষে বড় হার, চাকরি হারাতে পারেন ব্রাজিলের কোচ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০২:৪৭ PM

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের পর থেকেই ব্রাজিলিয়ানরা নিজেদের হারিয়ে খুঁজছে। ইউরোপিয়ান কোচের সন্ধানে ঘুরে শেষ পর্যন্ত দেশি কোচ দরিভাল জুনিয়রের শরণাপন্ন হলেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। উল্টো একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে লজ্জায় পড়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার নতুন কলঙ্কের দাগ হয়ে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বড় হার। যে হারের পর নড়েচড়ে বসেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
আজ বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের হারের পর এটাই ক্যানারিনিয়াদের সবচেয়ে বড় হার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন লজ্জাজনক হারে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের ওপর চাপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে।
আরও পড়ুন: দাখিল পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ, দেখুন এখানে
কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।
সিবিএফের বেশির ভাগ পরিচালক মনে করেন, জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ চলাকালীনই দরিভালকে ছাঁটাই করা প্রয়োজন। তবে অনেকেই এই সময় আরও এগিয়ে আনার পক্ষপাতী। এদিকে কোচ দরিভালের সঙ্গে সিবিএফের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের দূরত্ব বেড়েছে বলেও খবর ছড়িয়েছে। যদিও সিবিএফের প্রেসিডেন্ট পদের নির্বাচন নিয়ে এদনালদো ব্যস্ত থাকায় এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারছেন না।
আরও পড়ুন: বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা, নীরবে চোখের পানি ফেলছেন শিক্ষকরা
মূলত গত নভেম্বরে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ড্র করার পরই মার্চের ফিফা উইন্ডোতে কোচ হিসেবে দরিভালের কাজকে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সিবিএফ। এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হতে হলো সেলেসাওদের।
গত বছর ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ৬২ বছর বয়সী দরিভাল। তার অধীন এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৭টি করে ম্যাচে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল। হরেছে বাকি ২ ম্যাচে।