৭৫-এ বিয়ে করলেন বিখ্যাত অভিনেতা দীপঙ্কর

  © সংগৃহীত

বিয়ে না করেই বছরের পর বছর লিভ-ইন সম্পর্কে জড়িয়ে ছিলেন টলিউডের অভিনেতা দীপঙ্কর ও অভিনেত্রী দোলন। এমন পুরানো খবর যেন কারোরই অজানা নয়। তবে এবার বিয়ে করে ফেললেন টলিপাড়ার সেই জুটি। লিভ-ইন সম্পর্কে চলাকালীন ভালোবাসায় কিংবা দায়িত্বে কোনও খামতি ছিল না কোনোদিনই। তাই এই অবদি সম্পর্কটাকে নিয়ে এসেছেন দীপঙ্কর ও দোলন

১৭ বছরের বিবাহিত জীবনের স্ত্রী ও দুই মেয়েকে ছেড়ে লিভ ইন করতে শুরু করেছিলেন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে। ২৬ বছর বয়সের ব্যবধানও অন্তরায় হয়নি সম্পর্কে। এভাবেই প্রায় বছর ২০ পার করেছেন দু’জনে। এতসব কাণ্ডের পরে গত বৃহস্পতিবার বিয়ে করে ফেললেন জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় একেবারে স্বপ্ল আয়োজনে বিয়ে করলেন দু’জনে। সেজেগুজে রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।

৭৫ বছর বয়সী দীপঙ্করের পরণে ছিল সাদা পঞ্জাবি ও ধুতি। দোলনের মাথায় লাল ফুল ও লাল বেনারসী, একেবারে বধূ রূপে অভিনেত্রী। সিঁথি ভরা সিঁদুর। জানা গিয়েছে, দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস।

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!