এসএসসি পরীক্ষা দিতে পারেননি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০৫:২১ PM

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বসতে পারেননি তারা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা।
শিক্ষার্থীদের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার কথা ছিল। তবে তারা সকালে বিদ্যালয়ে এসে দেখেন গেটে তালা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। পরে পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওই শিক্ষার্থীরা।
উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা প্রবেশপত্র পায়নি, এটা বিদ্যালয় থেকে আগে উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়নি৷ জানালে আগেই এ সমস্যার সমাধান হয়ে যেত। এমন শিক্ষাপ্রতিষ্ঠান শাস্তির আওতায় আনা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাডেমিক স্বীকৃতি পায়নি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য একটা বিদ্যালয় রুমখা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু ওই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়। তাই ওই বিদ্যালয় তাদের ফরম পূরণের সুযোগ দেয় নি। কিন্তু প্রধান শিক্ষক ও অন্য এক দালালের আশ্বাসে তারা ফরম পূরণের টাকা জমা দেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।