মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন বিবাহিতরাও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০২:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২২, ০২:০৯ PM
সুন্দরী খোঁজার প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ নিয়ে তরুণীদের বরাবরই ব্যাপক আগ্রহ। এই প্রতিযোগিতা ইতিমধ্যেই দীর্ঘ ৭০ বছর পার করেছে। এতদিন শুধুমাত্র অবিবাহিত নারীরাই এতে অংশ নিতে পারতেন। তবে এই প্রতিযোগিতায় বড় ধরনের পরিবর্তন আনছে আয়োজক কর্তৃপক্ষ।
বিবাহিত নারীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী বছর থেকে বিবাহিত নারীরাও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও সুন্দরীদের এই মঞ্চে চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন। সম্প্রতি মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পাউলা শুগার্ট ও সিইও অ্যামি এমিরেচ নতুন এ পরিবর্তনের পেছনে বড় ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন : ঘনিষ্ঠ ছবি ফাঁস, যা বললেন জ্যাকলিন
এক বার্তায় আয়োজক কমিটি জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি, নিজ জীবনের প্রতিনিধিত্ব করার অধিকার সব নারীর রয়েছে। তাই একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁদের সাফল্যের পথে বাধা হওয়া উচিত নয়।’
জানা গেছে, আগামী ২০২৩ সালের মিস ইউনিভার্সের ৭২তম আসরে নতুন এ নিয়মের বাস্তবায়ন ঘটবে। এদিকে আগামী ডিসেম্বরে মিস ইউনিভার্সের ৭১তম আসর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চলতি আসরের প্রতিযোগিতা চলমান।