সিনেমার নামকরণে ‘দ্য’ ব্যবহারের ব্যাখ্যা দিলেন অনন্ত

অনন্ত জলিল
অনন্ত জলিল   © সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম অনন্ত জলিলের দিন: দ্য ডে। দেশের সিনেমা ইতিহাসে এটিই সবচেয়ে বেশি বাজেটে নির্মিত সিনেমা হিসেবে দাবি করা হচ্ছে। 

সিনেমাটি ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হলেও সিনেমাটির অধিকাংশ দৃশ্যই ইরান, তুরস্ক ও আফগানিস্তানে ধারণ করা হয়েছে। এছাড়া ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম সিনেমাটি পরিচালনা করছেন। 

মুক্তির পর থেকেই সিনেমাটি দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো হাউজফুল চলছে অনন্ত-বর্ষার এ সিনেমা। 

তবে এসব সফলতার পরও ছবিটির নামকরণ নিয়ে বেশ ট্রল, মিম-এর চলছে। বাংলার পাশাপাশি ইংরেজি ইংরেজি ‘দ্য’ ব্যবহার করা হয়েছে, এ নিয়েই ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার সেই ব্যাখ্যা দিয়েছেন অনন্ত জলিল।  

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘বিশ্বব্যাপী পরিচিতি দিতেই নিজের সিনেমায় আন্তর্জাতিক ভাষা ইংরেজির ব্যবহার করেন।’

এ অভিনেতা বলেন, ‘দিন তো একটি শব্দ। আমরা তো অর্ধেক বলতে পারি না। ইংলিশ নামটা রাখার কারণ, বিভিন্ন দেশে সেন্সর হবে ছবিটা। এখন অন্য ভাষার মানুষেরা কীভাবে বুঝবে ছবির নামের অর্থ। বাংলা ছবির নামের অর্থ অন্য ভাষাভাষীদের বুঝাতেই তো মাথা নষ্ট হওয়ার উপক্রম।’

অনন্ত বলেন, ‘সব ছবিতেই যে ‘দ্য’ ব্যবহার করছেন তেমনটি কিন্তু নয়। উপযুক্ত স্থানেই ইংরেজির এই গ্রামাটিক্যাল আর্টিক্যালটি ব্যবহার করেছেন।’ 

এ অভিনেতা বলেন, ‘আমি যখন আমার প্রথম ছবিটির নাম রাখি খোঁজ তখন (এর ইংলিশ টার্ম) দ্য সার্চ দিই। আর যে ছবির নাম ইংরেজিতে সেখানে তো আর বাংলা নাম রাখতে হয়নি (দ্য এর ব্যবহারও হয়নি)। যেমন- মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু, দ্য স্পিড। আবার আমি ছবির নাম দিলাম - হৃদয় ভাঙা ঢেউ। তখন ইংলিশে ট্যাগ দিলাম - হার্ট ব্রেকিং ব্লো। তখন কিন্তু আমাকে ‘দ্য’ ব্যবহার করতে হয়নি। তখন ‘দ্য’ ব্যবহার করলে বিষয়টি হাস্যকর হয়ে যেত।’

এরপর সমালোচনা নিয়ে এ তারকা বলেন, ‘দ্য এর ব্যবহার হলিউড, বলিউডে অনেক করা হয়। কিন্তু তাদের নাম নিয়ে তো সমালোচনা হয় না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence