‘দঙ্গল’-এর মেয়ে থেকে প্রেমিকা! বিতর্ক নিয়ে কী বললেন আমির খান

ফাতিমা সানা ও আমির খান
ফাতিমা সানা ও আমির খান  © সংগৃহীত

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সুপারস্টার আমির খানের প্রেমের গুঞ্জন বলিপাড়ায় বহুদিন ধরেই ঘুরে ফিরে এসেছে। ‘দঙ্গল’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে একসঙ্গে অভিনয় করার পর ‘থাগস অব হিন্দুস্তান’-এ একত্রে কাজ করায় এই জল্পনা আরও বাড়ে। তবে এবার এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন আমির খান নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘ফাতিমার সঙ্গে তার সম্পর্ক পেশাদার জায়গা থেকেই। আমি এসব বিশ্বাস করি না। কারণ ব্যক্তিজীবনে আমি তার বাবা নই, বয়ফ্রেন্ডও নই। আমরা তো কেবল একটা সিনেমা বানাচ্ছি, ব্যাস।’

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার জন্য একসময় অভিনেত্রী খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছিল নির্মাতাদের। আমির জানান, সিনেমাটিতে তার বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরসহ অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রী কাজ করতে রাজি হননি।

শেষ পর্যন্ত প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য (ভিক্টর) ফাতিমা সানা শেখকে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তখন ‘দঙ্গল’ ছবির রেশ থাকায় দর্শক কতটা গ্রহণ করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

এ প্রসঙ্গে আমির স্মরণ করে বলেন, ‘ভিক্টর আর আদিত্য বলেন, ফাতিমার অডিশন ভালো হয়েছে, তাকেই নেওয়া যাক। তবে তোমার সঙ্গে ওর কোনো রোমান্সের দৃশ্য থাকবে না, কারণ সে তো তোমার মেয়ে ছিল (দঙ্গল সিনেমায়)। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, তাহলে দর্শক মেনে নেবে না।’

তবে এই যুক্তির বিরোধিতা করে আমির বলেন, ‘দর্শকদের অনুভূতিকে এভাবে বিচার করা উচিত নয়। বরং অভিনেতার কাজ অভিনয় করা, সেটাই মুখ্য হওয়া উচিত।’

তিনি বলেন, ‘বচ্চন সাহেব তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার ছেলে হয়েও অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এ রকম বহুবার হয়েছে। আমরা যদি বলি দর্শক মেনে নেবে না, তাহলে তাদের আমরা হেয় করছি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!