প্রখ্যাত অভিনেতা মনোজ কুমার আর নেই

মনোজ কুমার
মনোজ কুমার  © সংগৃহীত

বলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) ভোর ৪টা ৩ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে লিভার সিরোসিস ও হৃদরোগজনিত জটিলতা ছিল।

ভারতীয় সিনেমার এক অবিচ্ছেদ্য নাম মনোজ কুমার। দেশপ্রেমিক চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন ‘ভারত কুমার’ নামে। তার মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত শোক জানিয়ে বলেন, “ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিশাল ক্ষতি হয়ে গেল।”

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের অ্যাবটাবাদে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন হরিকৃষ্ণ গোস্বামী, যিনি পরবর্তীতে মনোজ কুমার নামে বলিউডে পরিচিতি লাভ করেন। ১৯৫৭ সালে ‘ফ্যাশন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ১৯৬১ সালের ‘কাচ কি গুড়িয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজর কাড়েন।

তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত দেশাত্মবোধক সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘শহিদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘পুরব অউর পশ্চিম’ (১৯৭০), ‘রোটি, কাপড়া অউর মাকান’ (১৯৭৪) ও ‘ক্রান্তি’ (১৯৮১)।

শুধু অভিনয় নয়, পরিচালনাতেও তিনি ছিলেন সফল। ‘হরিয়ালি অউর রাস্তা’, ‘ও কৌন থি’, ‘হিমালয় কি গদমে’, ‘দো বদন’, ‘পাথর কে সনম’, ‘নীল কমল’, ‘ক্রান্তি’—এসব ছবির মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা নির্মাতা হিসেবে।

মনোজ কুমারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র শিল্প হারাল এক মহান শিল্পীকে, যিনি তার কাজের মাধ্যমে চিরকাল স্মরণীয় থাকবেন।


সর্বশেষ সংবাদ