জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন শাহরুখ খান 

বলিউড কিং শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খান  © সংগৃহীত

আজ ২ নভেম্বর, বলিউড কিং শাহরুখ খানের ভক্তদের জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অন্য বছরের মতো এবারও এ দিন এক বার্ষিক ইভেন্ট হয়ে গেছে, যেখানে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। কারণ কিং খানের জন্মদিন বলে কথা, এদিন ৫৯ বছরে পা রাখলেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনো হাত নাড়ছেন, কখনো বা অনুরাগীদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি। তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা। শাহরুখের জন্মদিন পালন করতে নাকি খান পরিবার বাইরে বেরিয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেই ভিডিও।

আরও পড়ুন: আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

‘স্নেহজালা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, মধ্যরাতে বাড়ি ফিরছেন গৌরী ও শাহরুখের কন্যা সুহানা খান। যদিও তারা দুজনে আলাদা গাড়িতে ছিলেন।

প্রসঙ্গত, শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ফৌজি ও সার্কাস দিয়ে। তার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ তাকে দেখা গেছে টাইগার ৩ চলচ্চিত্রে একটি ক্যামিও দৃশ্যে। এর আগে পাঠান, জাওয়ান, ডানকি দিয়ে পুরো ২০২৩ সালটা নিজের করে নেন এই অভিনেতা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence