রজনীকান্তের সিনেমা দেখতে চেন্নাইয়ে জাপানি দম্পতি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০২:৩২ PM
ভারতজুড়ে অসংখ্য ভক্ত রয়েছে সুপারস্টার অভিনেতা রজনীকান্তের। শুধু ভারত নয়, বাইরের দেশের দর্শকরাও মজেন এই অভিনেতার পর্দা উপস্থিতিতে। এবার থালাইভার নতুন ছবি ‘জেলার’ দেখতে জাপানের ওসাকা থেকে ভারতের চেন্নাইয়ে এলেন এক জাপানি দম্পতি।
ইতোমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানি দম্পতির ছবি-ভিডিও। ইয়াসুদা হিডেতোসি নামে রজনীকান্তের ওই জাপানি ভক্ত শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সেখানকার সংবাদমাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই জাপানি দম্পতি একটি ভিডিও টুইট করেছে। ভাইরাল এ ভিডিও থেকে জানা যায়, পুরুষ ভক্তের নাম ইয়াসুদা হিদেতুসি। জাপানে রজনীকান্তের ফ্যান ক্লাব রয়েছে। ওই ক্লাবের লিডার ইয়াসুদা। এ ভক্ত বলেন, ‘‘জেলার’ সিনেমা স্থানীয় প্রেক্ষাগৃহে দেখার জন্য আমরা জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।’’
ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে তাকে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার এবং বন্দুক ব্যবহার করতে দেখা গেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মরন।