সোমবার থেকে ২য় ডোজের টিকা পাবে শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিকাকেন্দ্রে প্রথম ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীদের আগামী সোমবার থেকে টানা দুইদিন দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। জাতীয় পরিচয়পত্র ব্যতীত প্রথম ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকার আওতায় আনার লক্ষ্যে আগামী ৯ ও ১০ জানুয়ারি কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুনঃ শাবিপ্রবিতে ৯ জানুয়ারি থেকে এনআইডি নিবন্ধন শুরু

জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদন জমা দেওয়া শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন কর্মসূচি আগামী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ও ১১ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে শাবিপ্রবি মেডিকেল সেন্টারে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। যেসব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা সুরক্ষার ১ম ডোজের টিকা কার্ডের ফটোকপিসহ নিয়ে মেডিকেল সেন্টার থেকে আগে আসলে আগে পাবে ভিত্তিতে টিকা নিতে পারবেন।


সর্বশেষ সংবাদ