কোলন ক্যান্সারে প্রাণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সিনথিয়ার

সাবিকুননাহার সিনথিয়া
সাবিকুননাহার সিনথিয়া  © ফাইল ছবি

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন শাবিপ্রবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা। 

মৃত সাবিকুননাহার সিনথিয়া শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

সহপাঠীরা জানায়, সিনথিয়া কোলন ক্যান্সারে আক্রান্ত ছিল। শুরুতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে তাকে বাড়িতে নেওয়া হয়। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কেমোথেরাপি চলছিল। ইতোমধ্যে তিনটি কেমোথেরাপি সম্পন্ন হলেও তার শরীরের কোনো উন্নতি দেখা যায়নি। এ অবস্থায় গতকাল রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায় সিনথিয়া। 

চার বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় সিনথিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শাবিপ্রবি থেকে স্নাতক শেষে সিনথিয়া চাকুরির প্রস্তুতি নিচ্ছিল। গত ৮ আগস্ট তার কোলন ক্যান্সার ধরা পড়ে। 


সর্বশেষ সংবাদ