দৃষ্টিপ্রতিবন্ধী নোবিপ্রবির শিক্ষার্থীকে স্মার্টফোন উপহার এমপি ইব্রাহিমের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৮:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২১, ০৮:১৪ AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ইয়াসিন হোসাইনকে স্মার্টফোন উপহার দিয়েছেন নোয়াখালী-১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম। গতকাল বুধবার (২৫ আগস্ট) রাতে এইচ এম ইব্রাহিমের ব্যক্তিগত সহকারী মতিউল ইসলাম সুমন ইয়াসিনের হাতে মুঠোফোন তুলে দেন।
ইয়াসিন হোসাইন নোবিপ্রবির মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আবদুর রহমানের ছেলে। এইচ এম ইব্রাহিমের ব্যক্তিগত সহকারী মতিউল ইসলাম সুমন বলেন, ইয়াসিনের আবেদনপত্র পাওয়ায় পরপরই তার বাড়িতে গিয়ে স্মার্টফোনটি তুলে দিয়েছি।
ইয়াসিন হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনলাইনে হচ্ছে। আমার কোনো স্মার্টফোন না থাকায় অন্যের স্মার্টফোন দিয়ে ক্লাস করেছি। সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় এমপি মহোদয়ের নিকট স্মার্টফোনের আবেদন করেছিলাম। তিনি আমাকে স্মার্টফোন দিয়েছেন। আমি ওনার নিকট কৃতজ্ঞ।
সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থী ইয়াসিন হোসাইনের আবেদনের পর তাকে স্মার্টফোন হস্তান্তর করা হয়। আমি তার ভবিষ্যত শিক্ষা জীবনের সফলতা কামনা করছি।