নুসরাতের মৃ্ত্যুতে মন্ত্রী শাহাব উদ্দিনের শোক, শাস্তির দাবি
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০৭:৩০ PM , আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৮:০৬ PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি) বলেছেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্রী ‘নুসরাতের মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় জড়িদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সামাজিকভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছরপূর্তি ও পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পর্যটন এলাকা হিসেবে সিলেট ও সিলেটের পরিবেশকে উন্নত করার ব্যাপারে গুরুত্বারোপ করে শাহাব উদ্দিন আহমেদ বলেন, সারাদেশের মানুষ বিশ্বাস করে সিলেটের বাতাস দুষনমুক্ত। শহরের পরিবেশ রক্ষার মধ্য দিয়ে তাদের সেই বিশ্বাসকে রক্ষা করতে হবে। পলিথিন নিষিদ্ধ, তবুও এর ব্যবহার থেমে নেই। এর মধ্য দিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পলিথিনের পরিবর্তে ব্যাপকভাবে পাঠের ব্যাগ ব্যবহারের প্রচলন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যাকে নিয়ে আমরা গর্ব করি। এখানকার ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দেশ ও বিদেশের সরকারী-বেসরকারি সব সেক্টরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে মাত্র একটি বিভাগ রয়েছে। বিভাগের সংখ্যা আরও বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো। তিনি বলেন, দেশের উন্নয়নে সরকার যেসব পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে এ বিভাগের শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।
বিভাগের সাবেক শিক্ষার্থী ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক ড. খায়রুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদার, অ্যালামনাই এর সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী।
গেস্ট অব অনারের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়টি দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয়। অথচ এতদিনেও বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এখন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রায় ১২শ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার পর থেকেই অনেক নেতা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তবে এসবে কোন অনাকাঙ্খিত ঘটনার সুযোগ দেয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক মোসাদ্দেক আহমেদ চৌধুরী বলেন, পুনর্মিলনী উৎসবের মধ্য দিয়ে বিভাগের সাবেক ও বর্তমানদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে। এই অনুষদের অধীনে আরও কয়েকটি যুগোপযোগী বিভাগ খোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে পুনর্মিলনীতে সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টে সঙ্গীত পরিবেশন করে রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ি ও দেশসেরা ব্যান্ড অর্থহীন। এছাড়াও দ্বিতীয়দিনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ফান প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকার কথা রয়েছে। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে প্রাণ আপ, আড়ং, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজ।