বিএসসি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারে আপত্তি বুয়েট শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM

বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময় আইনি ব্যবস্থা গ্রহণ ও গেজেট প্রকাশেরও দাবি জানান তারা।
আজ সোমবার (৫ মে) বিকেলে তিন দফা দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে স্মারকলিপি দিতে যান তারা। তবে শেষ পর্যন্ত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ৯ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও, সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশের পদ সংকুচিত হচ্ছে। এমনকি, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেয়া হয়েছে।
তারা আরো বলেন, অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদের ৩৩ শতাংশ উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে ৪০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত পদোন্নতি দেয়া হচ্ছে, ফলে ৯ম গ্রেডের প্রকৃত এন্ট্রি লেভেল পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে যা সংবিধানের ‘সুযোগের সমতা’ নীতির পরিপন্থি।
তাদের তিন দাবি হল- ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।
টেকনিকাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষার সুযোগ দিতে হবে।
বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।