এবার কুয়েট শিক্ষকদের আন্দোলন তুঙ্গে, ৫ দফা দাবিতে আল্টিমেটাম
- কুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমস্যার সমাধান যেন শেষ হয়েও হচ্ছে না। কিছুদিন আগে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এবার আন্দোলন করছেন শিক্ষকেরা। কুয়েট শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষকেরা আগামী সাত কার্যদিবস সময় বেঁধে (আল্টিমেটাম) দেন। বিচার না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
আজ সোমবার (৫ মে) দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সমিতির নেতারা সংবাদ সম্মেলনে তাদের দাবিদাওয়ার কথা জানান।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকেরা। যার ফলে কুয়েটে দুইদিন ধরেই হয়নি কোনো ক্লাস, পরীক্ষা। অ্যাকাডেমিক কার্যক্রম পুরোপুরি স্থবির।
লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেন বলেন, ‘ শিক্ষক সমিতির সাধারণ সভা হয়েছে। সভায় পাঁচ দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি বাস্তবায়িত না হলে শিক্ষকেরা সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন।’
এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক হযরত আলী। কুয়েট মিলনায়তনে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভা চলে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে কুয়েটে অচলাবস্থার সৃষ্টি। এরপর শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করে সরকার। ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়।