ডুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রোগ্রামিং কনটেস্ট
- ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির সহেযাগিতায় আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)-২০২৫. দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ মে ২০২৫, ডুয়েট ক্যাম্পাসে।
দেশের প্রায় ৮৫ টিরও বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিকসহ সম্মিলিত ১০০ টা প্রতিষ্ঠান থেকে ১৪৫ টা টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত সমস্যা ও অ্যালগরিদমিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই প্রতিযোগিতার লক্ষ্য শিক্ষার্থীদের সমস্যা সমাধান দক্ষতা, দলগত কাজ এবং সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করা।
উক্ত ইভেন্টকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, "এটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং উদ্ভাবনী চর্চার এক বিশাল প্লাটফর্ম যেখানে দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীরা একত্র হয়ে নিজেদের দক্ষতা বিকাশ ও জ্ঞান অর্জনের সুযোগ পাবে, এই আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা কে আরো সমৃদ্ধ করবে এবং এভাবেই ডুয়েট এবং বাংলাদেশ এগিয়ে যাবে।"
প্রো-ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক ড. মো. আরেফিন কাউছার বলেন, "ডুয়েট সব সময় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তাধারা উৎসাহিত করে আসছে এবং ডুয়েট আইইউপিসি ২০২৫ তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রতিযোগিতার সফলতা কামনা করে আরও বলেন—এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ যেখানে তাঁরা নিজেদের দক্ষতা প্রদর্শন ও উন্নত করতে পারবে।"
ডুয়েট আইইউপিসি ২০২৫ এর কনভেনর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, "ডুয়েট আইইউপিসি এবং আইসিটি অলিম্পিয়াড ২০২৫ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দক্ষতা উন্নয়ন এবং পরিপূর্ণতা অর্জনে সহায়তা করবে। সর্বপরি তিনি এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থী, সকল শিক্ষক তথা সিএসই ডিপার্টমেন্টের সকলের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।"
এছাড়াও ডুয়েট আইইউপিসি ২০২৫ এর অর্গানাইজিং সেক্রেটারি, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ অনুষ্ঠানটির সুন্দরভাবে সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করে বলেন, "প্রযুক্তি ও একাডেমিয়ার জন্য ডুয়েট আইইউপিসি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।" তিনি ডুয়েটের সবুজ ক্যাম্পাসে সবাইকে স্বাগত জানিয়ে এবং সকলের সার্বিক সহেযাগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করেন।