রাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স, রেজিস্ট্রেশনের বাকি ৪ দিন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাবিপ্রবি আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভ্যাল ২০২৫’। এ  আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।  ১৬-১৮ মে রাবিপ্রবি ক্যাম্পাসে এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কনফারেন্সের মূল প্রতিপাদ্য ‘বায়োসায়েন্স এবং বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণের অনুসন্ধান’।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জিনবিজ্ঞানী, গবেষক, লেখক, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক গবেষক ও পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবির হেড অব বায়োসেফটি ও গবেষক ড. আসাদুলগানি এবং গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসানসহ পৃথিবী-খ্যাত গবেষকরা এতে অংশ নেবেন।

আরও পড়ুন: কুয়েট ভিসিকে অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

আয়োজক কমিটির সভাপতি ও রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, কনফারেন্স, সেমিনার ও সিম্পোজিয়াম একাডেমিয়ার প্রাণ। এসব আয়োজনে দেশবিদেশের গবেষকরা অংশ নিয়ে জ্ঞানচর্চা ও আদান-প্রদানে উৎসাহ জোগান ছাত্র-শিক্ষক ও গবেষকদের। সেই ধারাবাহিকতায় রাবিপ্রবি প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে।

গবেষকরা নয়টি বিষয়ে গবেষণাপত্র জমা দিতে পারবেন। বিষয়গুলো হলো উদীয়মান ও পুনরুদীয়মান রোগ, কৃষিতে বায়োটেকনোলজি, বিকল্প চিকিৎসা, ওষুধ নকশা ও আবিষ্কার, বায়োসায়েন্স, ন্যানোড্রাগস, নতুন মাইক্রোবিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্টস, সংক্রামক রোগে বায়োইনফরমেটিকস ও ক্লিনিক্যাল ডেটা সায়েন্স।

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি

তিন দিনব্যাপী বিজ্ঞানের এই বর্ণিল আয়োজনে আরও থাকবে প্লেনারি স্পিচ, কী নোট স্পিচ, ইনভাইটেড স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন,ডিবেট ফর সায়েন্স, আইডিয়া কনটেস্ট, থ্রি মিনিট প্রেজেন্টেশন, পলিসি ডায়ালগ ফর সায়েন্স, স্টোরি বিহাইন্ড দ্য স্টোরিজ অব ট্রেডিশনাল ট্রিটমেন্ট।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন (https://icbc.rmstu-conf.ac.bd/)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence