শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগ
৫ সদস্যের তদন্ত কমিটি গঠন কুয়েট শিক্ষক সমিতির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৩ PM

শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ এনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শিক্ষক সমিতির ৪র্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি শিক্ষকবৃন্দকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও সাইবার বুলিং এর শিকার এর প্রতিটি ঘটনা বিচারের জন্য সুষ্পষ্ট ভাবে প্রশাসনের কাছে উপস্থাপন করবে।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন এমই বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লা আল ফারুক ও সদস্য সচিব হিসেবে রয়েছেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আজিজ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইইপিটি বিভাগের প্রভাষক নাহইয়ান আহনাফ প্রতীক, টিই বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা মিশফা, আইপিই বিভাগের প্রভাষক জাহিদ হাসান আশিক।
এদিকে কুয়েট শিক্ষক সমিতির সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে সভার রেজুলেশনের একটি খসড়া কপি পাঠান। এতে আলোচনার বিষয়গুলো উল্লেখ্য করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আলোচনায় সদস্যবৃন্দ প্রতিটি ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় শিক্ষকবৃন্দের জন্য পাঠদানে ফিরে যাওয়া সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। সেই সাথে এরকম উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ঘটিয়ে কেউ যেন ভবিষ্যতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য শিক্ষকবৃন্দের মধ্যে ঐক্য বজায় থাকবে। এবং পরবর্তীতে সে রকম স্বার্থান্বেষী কাউকে সহযোগিতা করা হবে না মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন দুপুরে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপাচার্যসহ ৩ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় শিক্ষকদের শারীরিক লাঞ্ছনা এবং পরবর্তীতে শিক্ষার্থীরা সাইবার বুলিং করার অভিযোগ করেন তারা।