বুয়েটের নবীন শিক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া প্রথমবর্ষের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে বলে জানানো হয়েছে। ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা, অধ্যবসায় ও শ্রমের ফলশ্রুতিতে তীব্র এক প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বুয়েটের সব স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল (শনিবার) শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে কোনও একটি আবাসিক হলে আবাসিক অথবা অনাবাসিক (সংযুক্ত) শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে সিটের তীব্র সংকটের কারণে (২০২৪-২৫ শিক্ষাবর্ষসহ ৫টি ব্যাচের শিক্ষার্থী থাকবে) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শুরুতে হলে সীট স্বল্পতার কারণে কোন হলেই আবাসনের ব্যবস্থা করা সম্ভব নাও হতে পারে। 

এ অবস্থায় সব নবাগত শিক্ষার্থীকে নিজ নিজ ব্যবস্থাপনায় বুয়েট ক্যাম্পাসের বাইরে থেকে পড়াশুনার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পরামর্শ দেয়া যাচ্ছে। তবে পর্যায়ক্রমে সীট খালি হওয়া সাপেক্ষে নবাগত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মোতাবেক সিট দেয়ার চেষ্টা পক্ষ থেকে অব্যাহত থাকবে। ঢাকার বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের সিট বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

আরো পড়ুন: গুচ্ছ ভর্তি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার চেষ্টা করব: মাভাবিপ্রবি উপাচার্য

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের তত্ত্বাবধান, শিক্ষর্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষের জন্য খেলাধূলা, শরীরচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি সহপাঠ্য কার্যক্রম আয়োজন ও পরিচালনা এবং শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদানের দায়িত্ব ছাত্রকল্যাণ পরিদপ্তরের উপর ন্যস্ত। শিক্ষার্থীদেরকে উপযুক্ত প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ, সর্বোপরি একজন সুনাগরিক ও পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে সব প্রকার সহযোগিতা করার জন্য ছাত্রকল্যাণ পরিদপ্তর সব সময় সচেষ্ট। 

এসব সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার জন্য নবাগত শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে এতে আশা করা হয়েছে। হল বন্টনের তালিকা অতি শিগগিরই বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence