সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘গোভ্যালির’ পোশাক বিতরণ
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১১:২৮ PM

গ্রিন ফর পিস চুয়েট এবং চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম চুয়েট-এর সক্রিয় অংশগ্রহণে দেশের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পোশাক বিতরণে নতুন দিগন্তের সূচনা করেছে দেশের প্রথম শীর্ষস্থানীয় ফ্যাশন মার্কেটপ্লেস গোভ্যালি। “হোপ বাই গোভ্যালি” নামে এই উদ্যােগের মাধ্যমে সমাজের সচ্ছল মানুষের কাছ থেকে অব্যবহৃত পোশাক সংগ্রহ করে তা পৌঁছে দেওয়া হচ্ছে দরিদ্রদের কাছে।
সুবিধাবঞ্চিত শ্রেণীর অনেকেই দুবেলা খাবারের সংস্থান করতেই হিমশিম খান, সেখানে পোশাকের চাহিদা পূরণ করা যেন একপ্রকার বিলাসিতা। বিশেষ করে শীতকালে পোশাক সংকট হাজারো মানুষের জন্য হয়ে ওঠে কঠিন বাস্তবতা। এই চাহিদা পূরণের লক্ষ্যেই গোভ্যালির এই মানবিক উদ্যোগ।
এ বিষয়ে গোভ্যালির টিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, দেশের প্রায় ১৫ শতাংশ মানুষ পোশাক সংকটে ভোগে। অন্যদিকে, অনেক স্বচ্ছল মানুষের বাসায় অব্যবহৃত পোশাক ফেলে রাখা হয় যা হয়ত কখনোই আর ব্যবহৃত হবে না। এই পোশাকগুলো দরিদ্র মানুষের হাতে পৌঁছে দিতে পারলে মৌলিক চাহিদার একটি বড় অংশ পূরণ সম্ভব। এই ভাবনা থেকেই “হোপ বাই গোভ্যালি” ক্যাম্পেইন শুরু করা হয়।
তাদের এই উদ্যোগটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। যেকোনো ইচ্ছুক ব্যক্তি গোভ্যালির ওয়েবসাইটে নিবন্ধন করে তাদের ঠিকানা প্রদান করতে পারেন। এরপর গোভ্যালির দল সরাসরি গিয়ে সেই ঠিকানা থেকে পোশাক সংগ্রহ করে।
প্রথম ধাপে চট্টগ্রামে এই কার্যক্রম চালানো হয়। শহরের তিনটি এলাকায় দুটি পিকআপ ভ্যান ভর্তি পোশাক বিতরণ করা হয়। গোভ্যালির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই প্রকল্পের পরিসর আরও বিস্তৃত করা হবে এবং দেশের বিভিন্ন স্থানেও কার্যক্রম পরিচালনা করা হবে।